অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশাল বড় হয়ে যেতে দেখা যায়। অনেক মেয়ে প্রথম গর্ভধারনের সময় ও এমন সমস্যায় পরতে পারে। বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন (Oestrogen) হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর স্বাভাবিক পূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়। কোনো মেয়ের যদি এই ইস্ট্রোজেন এর প্রতি অস্বাভাবিক স্পর্শকাতরতা (altered sensitivity) থাকে তাহলে স্তনের এমন অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়। এমনটি হলে স্তন এতো বড় হয়ে যায় যে বসা অবস্থায় দুই পাশের স্তনই মেয়েটির হাটু পর্যন্ত এসে পৌছতে পারে। প্রায় সব ক্ষেত্রেই দুই পাশের স্তন এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। এই সমস্যাটি অস্বস্তিকর এবং অনেক সময় তা দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয় তাই এর চিকিৎসা করানোর প্রয়োজন আছে। অনেক সময় ইস্ট্রোজেন বিরোধী (Antioestrogen) অসুধ ব্যবহার করে এই সমস্যায় ভালো ফলাফল পাওয়া যায়। এতে যদি স্তন ছোটো হয়ে না আসে তা হলে রিডাকশন ম্যামোপ্লাস্টি (Reduction mammoplasty) নামক অপারেশন করিয়েই এর স্থায়ী চিকিৎসা করাতে হবে।
নেট থেকে
নেট থেকে
আমার স্ত্রীর স্তন আগের ছেয়ে বড় হয়ে যাচ্ছে... তেমন কোন সমস্যার কারণে বড় হচ্ছে বলে তার মনে হচ্ছে না। তবে আপনার কাছে জানতে চাই স্তন ছোট করার জন্য যে সব লোশন ব্যবহার করা হয় এই রকম কয়েকটি ভালো লোশনের নাম জানালে উপকৃত হব।
উত্তরমুছুনআমার স্ত্রীর স্তন অত্যাধিক নরম যার কারনে স্তন নিচের দিকে ঝুলে গেছে । আমি আমার স্ত্রীর স্তন শক্ত ও বড় করতে চাই, এখন আমাকে কি করতে হবে দয়া করে জানাবেন কি ? আমার স্ত্রীর বয়স ১৯ বছর ।
উত্তরমুছুন