পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

যৌন বিষয়ে প্রশ্ন উত্তরঃ আমরা যা ভুল জানি

অনেক প্রশ্নের মুখমুখি হতে হয় , সেক্স এডুকেসন না জানার ফলে অনেক স্বাভাবিক ব্যাপার গুলো আমরা রোগ মনে করি, আর এক শ্রেনির প্রতারকরা হাতিয়ে নেয় হাজার হাজার টাকা । লজ্জায় গোপনে কারও কাছে বলতেও পারিনা । এক সময় সাইকোসোমাটিক ও সাইকো সেক্সুয়াল রোগে ভুগতে থাকি । অথচ এগুলো আমাদের না জানার ফল ......অজ্ঞতার ফল , এ ফল খুব কষ্টের ......... ।
মা-বাবা মনে করে যৌন বিষয়টা ওরা বড় হলে জেনে নিবে , কিন্তু কার কাছ থেকে জানবে ? শিশুর কৌতুহল পুরন করবে কে, তার ভুল জ্ঞানের জন্য কে দায়ি ?
মা-বাবা রা এসব কবে যে বুঝবে !!!!!!!!

(বিদ্রঃ এই পোস্টে কেউ পন্ডিতি জাহির করবেন না , চিকিৎসক ছাড়া কেউ মেডিকেল বিষয়ক পরামর্শ দিবেন না । এই পোস্টের লেখা মেডিকেল সায়েন্সের আলোকে , ধর্মের অলোকে না ।ধর্মের আলোকে লেখার যোগ্যতা আমার নাই । পোস্টের বিষয়ের বাহিরে কেউ কোন প্রশ্ন করবেন না )

প্রশ্নঃ  আমার লিঙ্গের আগা মোটা গোড়া চিকন , কি করি?
উত্তরঃ এটা কোন রোগ না । এটার লিঙ্গের স্বাভাবিক গঠন ...... সো নো টেনশন ।

প্রশ্নঃ  হস্তমৌথুনের কারনে কি কোন সমস্যা হয় ?
উত্তরঃ  হস্তমৌথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া । অতিরিক্ত কোন কিছু ভাল না , তবে আপনি যদি হস্তমৌথুন করার পর অপরাধ প্রবনতায় ভোগেন , তাহলে মনযৌন সমস্যায় আক্রান্ত হতে পারেন।

প্রশ্নঃ  স্বপ্নদোষ হছে , কি করবো ?
উত্তরঃ  “স্বপ্নদোষ” এই নামটাই ভুল । স্বপ্নে তো কোন দোষ হচ্ছে না , তাহলে আমরা কেন এটাকে স্বপ্নদোষ বলছি ? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া । মেয়েদের মিন্স/মাসিক যেমন স্বাভাবিক, ছেলেদের স্বপ্নদোষ তেমন স্বাভাবিক । মাসে ১৫ বারের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ।

প্রশ্নঃ  আমার লিঙ্গ ছোট , বিয়ে করতে পারব তো?
উত্তরঃ কমন একটা প্রশ্ন, একটা মেয়েকে(স্ত্রী) যৌন তৃপ্তি দেওয়ার জন্য আপনার লিঙ্গ উত্তেজনার সময় ২.৫ থেকে ৩ ইঞ্চি লম্বা হলেই চলবে । স্কেল নিয়ে মেপে দেখুন, কি উত্তর পেয়েছেন? হেহেহে আপনি সুস্থ্য ।

প্রশ্নঃ লিঙ্গ বড় করার কোন মালিশ, ওষুধ ,ক্রিম , মেশিন কি আছে ?
উত্তর: 
 নাই ... নাই ...... নাই , বাজারে যত মালিশ, ওষুধ ,ক্রিম , মেশিন আছে সব ভুয়া । এর সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নাই। (কেউ মালিশ, ওষুধ ,ক্রিম , মেশিন এর সাথে লিঙ্গ বড় করার বিষয়ে বিজ্ঞানের কোন সম্পর্ক - এর কথা বললে অবশ্যই প্রমান সহ বলবেন । মনে রাখবেন হাতুড়ে চিকিৎসা বিষয়ক কোন কথা মানা হবে না )

প্রশ্নঃ আমার বীর্য পাতলা , আমি কি বাবা হতে পারবো?
উত্তরঃবীর্য পাতলার সাথে বাবা হওয়ার কোন সম্পর্ক নাই । বীর্যের মধ্যে শুক্রের পরিমান ও গুনগত মানের উপর নির্ভর করে আপনি বাবা হতে পারবেন কিনা । “বীর্য পাতলা” এটা কোন রোগ না। এর সাথে যৌন দুর্বলতারও কোন সম্পর্ক নাই। 


প্রশ্নঃ মেয়েদের কি স্বপ্নদোষ হয়না? নাকি তাদের শুধু মিন্স হয়? 
উত্তরঃস্বপ্নদোষ” এই নামটাই ভুল । স্বপ্নে তো কোন দোষ হচ্ছে না , তাহলে আমরা কেন এটাকে স্বপ্নদোষ বলছি ? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।মিন্স আর স্বপ্নদোষ এক করে ফেলা ঠিক না । মেয়েরা ও ছেলেরা সবাই সেক্স করা নিয়ে সপ্ন  দেখে, এতে অসুবিধার কিছু নাই , যৌন জীবনের উপর এর কোন প্রভাবও নাই। 




ফাইজুল হকের নেট থেকে

১২টি মন্তব্য:

  1. onk dhonbad sopno dos somporke lekhar jonno .eta nia onk tension silam

    উত্তরমুছুন
  2. আপনাকে ও ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইলো।

    উত্তরমুছুন
  3. aaj kal dine apnar ei post gulo khub important. thank you

    উত্তরমুছুন
  4. আপনাকে ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইলো।

    উত্তরমুছুন
  5. আমার হস্তমৌথুনের সময় খুব তাড়াতাড়ি বীর্য বের হয়ে যায়।আমার ভয়,যৌন মিলনের সময়ও আমার তাড়াতাড়ি বীর্য বের হয়ে যাবে।এখন আমি কি করব??

    উত্তরমুছুন
  6. নামহীন@ আপনার বয়স যতই হোক,ব্যাপারটা অমূলক! হস্ত মৌথুন ও বিয়ে ছাড়া যৌন মিলন সাথে বিবাহিত যৌন মিলন অনেক আলাদা। শুধু এটাই বলবো, শুধু শুধু দুঃশ্চিন্তা করবেন না। ভালো থাকুন। ধন্যবাদ।

    উত্তরমুছুন
  7. আমার বর্তমান বয়স ২০ বছর ।আমার লিঙ্গ খুব কম পরিমানে শক্ত হয় আর শক্ত হয়ে ১ মিনিট থাকে না , অনেক সময় ই আমি অনেক ইছা করে ও শক্ত করতে পারি না , এমন কি রাত ৩ টা – ৪ টার দিকে ও আমি যৌনতা নিয়ে চিন্থা করে শক্ত করতে পারি না । আমার লিঙ্গ শক্ত করার জন্য যেসব পন্থা অবলম্বন করেছি সে গুলো হল পর্ণ ভিডিও দেখা , হস্ত মৈথুন করা , এমন কি আমি এই বাপার টা পরীক্ষা করার জন্য পতিতার কাছে গিয়েছি । পতিতার কাছে যাবার পর ওর সাথে যৌন মিলন এর চেষ্টা করে ও সফল হইনি , কারন ওর নগ্ন দেহ দেখার ও স্পর্শ করার পর ও আমার লিঙ্গ শক্ত হয়েছিল অল্প পরিমানে কনডম পরার আগে ই নরম হয়ে গেছে , পতিতার কাছে যাবার আগে আমি মানসিক সমস্যা দূর হবার জন্য Chear 25 mg এক মাস খেয়ে ছিলাম , এখন আমি কিছতা হতাশ , আমার এই সমস্যা কতটা গুরতর আশা করে জানাবেন ।

    উত্তরমুছুন
  8. Does the size of vagina varies according to the physic of women?

    উত্তরমুছুন
  9. vi saheb,ami cls 8 theke ekhon porjunto hosthomoithun chaliya jassi.ami biya korle porobortite amar ki kono problem hobey?? jodi ekhon theke bad dei taholey ki dushchintar kono karon ase?? suggest koren vi plz.amr bortoman age 23

    উত্তরমুছুন
  10. আসসালামু আলাইকুম।আল্লাহ আপনাদের মত ডাক্তারগন কে সুস্থ রাখুন।দীর্ঘজীবী করুন।

    আমি প্রায় ১০বছর যাবৎ হস্তমৈথুন করেছি। আমার বর্তমান অবস্থা, আগা গোড়া মোটা চিকন। এবং লিঙ্গ দাড়ায়, তবে মনে হয় অন্যদের মত পরিপূর্ণ শক্ত হয় না। আর দাঁড়ালেও বেশিক্ষন থাকে না। অনুগ্রহ করে আমার বিষয় নিয়ে কিছু একটি সমাধান দিবেন। আর ভাল হয় একজন ভাল ডাক্তারের সন্ধান দিলে তার কাছ থেকে সময় নিয়ে কথা বলতাম।

    উত্তরমুছুন
  11. আসসালামু আলাইকুম।আল্লাহ আপনাদের মত ডাক্তারগন কে সুস্থ রাখুন।দীর্ঘজীবী করুন।

    আমি প্রায় ১০বছর যাবৎ হস্তমৈথুন করেছি। আমার বর্তমান অবস্থা, আগা গোড়া মোটা চিকন। এবং লিঙ্গ দাড়ায়, তবে মনে হয় অন্যদের মত পরিপূর্ণ শক্ত হয় না। আর দাঁড়ালেও বেশিক্ষন থাকে না। অনুগ্রহ করে আমার বিষয় নিয়ে কিছু একটি সমাধান দিবেন। আর ভাল হয় একজন ভাল ডাক্তারের সন্ধান দিলে তার কাছ থেকে সময় নিয়ে কথা বলতাম।

    উত্তরমুছুন

Twitter Bird Gadget