পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

সোমবার, ৪ এপ্রিল, ২০১১

সমকামি দের অজানা কথা - ২

সমকামি পুরুষদের মধ্যে ২ রকম পুরুষ দেখা যায় । এক রকম যারা ভোগ করতে পছন্দ করে আরেক রকম যারা ভোগ্য হতে পছন্দ করে। যারা ভোগ করতে পছন্দ করে তাদের কে একটিভ আর যারা ভোগ্য তারা প্যাসিভ। ইন্টারনেটের ভাষায় টপ - বটম




অনেক সমকামি মেয়েদের মত আচরন করে , তাদের কে কতি বলা হয়। আর যারা পুরুষালি তাদের পান্তি বলা হয়



এক গবেষনায় নাকি দেখা গেছে , সমকামিরা সাধারন লোকদের থেকে জিনিয়াস হয়ে থাকে



সমকামি রা খেলাঢুলা থেকে গান নাচ ফ্যাশন অভিনয় মডেলিং বেশী পছন্দ করে



বাংলাদেশে প্রচুর পরিমানে সমকামি আছে , আমাদের আশে পাশেই। এক সমকামির পক্ষেই আরেক সমকামি কে চেনা সম্ভব।



সমকামিদের নিয়ে অনেক পর্নো বের হয়েছে , বাংলাদেশেও তা আসছে কারো না কারো মাধ্যমে।



সমকামিদের এইডস ছড়ায় বেশি - এটা ভুল প্রমানিত হয়েছে সম্প্রতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget