পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১১

যারা ভবিৎষতে প্রেম করবেন এবং প্রেমের বিয়ে করবেন...কিছু হিতোপদেশ

আমাদের কনজার্ভেটিভ সমাজ ব্যবস্হায় স্কুল-কলেজ গন্ডীতে প্রেম হলেও সেগুলো ফিকে হয়ে যাবার সম্ভাবনা বেশী থাকে সময়ের সাথে...বিশ্ববিদ্যালয় পর্যায়ে আবার সেটা উল্টো! সময়ের সাথে সেটা গাঢ় হয়...সবাই ভবিৎষত বা সংসারেরও স্বপ্ন দেখে..(একটা ছোট ঘটনা বলি...এক সিনিয়র ভাই আমাদের ব্যাচের এক মেয়ের প্রতি ছিল চরম পাগল...এমন কিছু নাই করে নাই...সে মেয়ে কর্তৃপক্ষের বহু উপর পর্যন্ত গিয়েছিল অভিযোগ নিয়ে...কাহিনী হলো সে সিনিয়র ভাই যখন পাস করে বের হয়ে গেল তখন কিভাবে জানি তাদের প্রেম হয়ে যায়!! সংসার করছে এখন কানাডাতে)...




প্রেম যারা করার ইচ্ছা পোষণ করছেন (সিরিয়াসলি...টাইম পাস কিংবা শারিরীক বিষয়গুলোর জন্য নয়)...কিছু হিতোপদেশ...এইগুলো আমার নিজের জীবনের বা চোখে দেখা ঘটনার থেকে সংকলিতঃ



১. কনফার্ম হোন ছেলে-মেয়ে দু'জনই একই ধর্মের

২. সমসাময়িক ব্যাচের মেয়ে হলে প্রেম এভয়েড করুন (বিয়ের পর চাকরি, ইগো, সন্তান ইত্যাদি সমস্যা তৈরি হয়)

৩. ছেলে-মেয়ে ভাই-বোনদের লিস্টিতে কত নম্বরে এবং তাদের বৈবাহিক অবস্হা জেনে নিন (উদহারণ: ছেলে ৩ ভাইদের মধ্যে ছোট আর মেয়ে ২ বোনের মধ্যে বড়; পাশ করার পর মেয়ের বিয়ের হুড়োহুড়ি শুরু হবে কিন্তু ছেলের বড় ভাইদের বিয়ে না হয়ে থাকলে লাগলো গ্যান্জাম)

৪. খুবই গুরুত্বপূর্ণ নিজের অর্থনৈতিক-সামাজিক অবস্হানের বাইরে প্রেম করতে যাবেন না (মধ্যবিত্ত ছেলে-উচ্চ মধ্যবিত্ত মেয়ে)...বিয়ের পরে জীবন শেষ

৫. নিজের এলাকার ছেলে-মেয়ে দেখে প্রেম করুন (সামাজিকতার অনেক জটিলতা তৈরি হয়)

৬. ছেলে বা মেয়ে, নিজের বোনদের সাথে পরিচয় করিয়ে দিন, সংসারে বোনরা একটা বড় ডিসিশন মেকিং পারসন, বিয়ের আগে ও পরে

৭. প্রেমের আবেগের রাশে বাস্তবতা ভুলে যাবেন না, পরে পস্তাতে হবে

৮. যদি সম্পর্কের ব্যাপারে মনে কোন কিন্তু থাকে কখনও শারিরীক কোন ব্যাপারে যাবেন না (মেয়েরা বিশেষ ভাবে যত্নবান হোন, মোবাইল-হিডেন ক্যামের ব্যাপারে সচেতন থাকুন)

৯. বিয়ের পরের লাইফ নিয়ে আলাপ করুন, আপনার নিজের এবং পরিবারের (ছেলেদের বিশেষ করে) সব লিমিটেশন, সিচুয়েশন, সদস্যদের মানসিকতা ইত্যাদি খোলামেলা আলাপ করুন। জটিলতা বিয়ের পর তৈরি হবার চেয়ে ইনিশিয়াল স্টেজে প্রেম ভেঙ্গে যাওয়া ভালো

১০. পাঠক, আপনি ই এই টিপস টা লিখুন।

২টি মন্তব্য:

  1. আপনার এক পেজে এত পোস্ট???তাই কমেন্ট একবারই দিলাম,,সবগুলো পোস্টই অসাধারন।
    [পোস্ট এর মান রক্ষার জন্য এক পেজে একটি পোস্ট ই ভালো,সেটিং থেকে পরিবর্তন করতে পারেন]

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। আবারো ধন্যবাদ, আপনাকে। "পোস্ট এর মান রক্ষার জন্য"-আপনার কথা মনে থাকবে।

    উত্তরমুছুন

Twitter Bird Gadget