পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

যৌন শিক্ষার অভাব

আজকাল একট কথা বহুল প্রচলিত ও ব্যবহৃত হয়ে উঠেছে তা হল যৌন শিক্ষার অভাব। এই কথায় ধারাবাহিকতায় ধর্মেও বিরোধীতা করতেও ছাড়েননি অনেক ব্লগার তাদেও লম্বা চওড়া ধারাবাহিক ব্লগগুলোতে। আমার মোটা মাথায় ঢুকতে চায় না আসলে যৌন শিক্ষা বলতে তারা কি বোঝাতে চেয়েছেন। আর যৌন শিক্ষা কোন বয়সে দেয়া উচিৎ, এ শিক্ষার মানই বা কি? আমরা কি একটি বাচ্চা যখন বুঝতে শিখে বা জানতে শিখে তখনই তাকে অন্যান্য বিষয়ের সাথে সাথে এই শিক্ষাটিও দিতে থাকব। নাকি পাঠ্য বইয়ের সাথে এই বিষয়েও একটি পাঠ্য বইও থাকবে-- ’আমার যৌন শিক্ষ’। নাকি যখন যৌন শিক্ষার প্রতি প্রচন্ড আগ্রহ জন্মায় টিনেজ বয়সে তখন বাংলা/ইংরেজী বিষয়ের মত ’যৌন শিক্ষা’ নামক বা ক্লিনটনের যৌন ইতিহাস বা আমরিকান টিনেজ, ইটালির কিশোরী বা অষ্ট্রেলিয়ার যৌনচারণ নামক বই থাকবে। আর এ শিক্ষা কি শুধু নৈমিত্তিক (থিওরিকাল) থাকবে না পাশা পাশি ব্যবহারিকও থাকবে। এটা কি বিজ্ঞানের নিউটরে আপেল পতন থিয়োরী অথবা কৃষি শিক্ষার মুরগির ডিম থেকে কি ভাবে বাচ্চা হচ্ছে অথবা মেয়েদের হোম ইকোনোমিক্স এর আটা দিয়ে কিভাবে লুচি হবে সে রকম স্বচিত্র সহ থাকবে। বাচ্চাদের দিয়ে শুরু করলে- কোন ছেলে বাচ্চাকে যদি মেয়ে যৌনাজ্ঞ সম্পর্কে জ্ঞান দেয়া হয় আর সে যদি তার তার সমবয়সী মেয়ে বা বাড়ীর মা/কাকি/বোন/ফুপু অথবা স্কুলের মিসেসদের কাছে যৌনাঙ্গ দেখতে চায় তা হলে কি দেখানো হবে বা এ বিষয়ে প্রশ্ন করা শুরু করে তখন এক চরুই পাখি ২২বার দেখিয়েও হলেও শিক্ষা দেয়া হবে? মেয়েদেও ক্ষেত্রেও একই টাইপের প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আর টিনেজদের ক্ষেত্রে কি ভয়াবহ রূপ নেবে তা হয়তো তারা না ভেবেই কথা আওড়ে যান। কোন টিনেজ বালিকা যখন মিনিন্সট্রেশন প্রাপ্ত হতে যাচ্ছে তাকে পূর্ব থেকেই কি তাকে এ বিষয়ে শিক্ষা দেয়া হবে? সে ক্ষেত্রে সে যদি প্রশ্ন করে কিভাবে হয়, কেন হয়, ছেলেদের হয় কিনা, আম্মু বা মিসেস তোমাদের কিভাবে হয় দেখব এক্ষেত্রে উত্তর কি আসবে? ছেলেদেও কি শিক্ষা দেয়া হবে – বাবা তোমার দাঁড়ী গোফ গজাচ্ছে এখন তুমি স্বাপ্নে নারী-শরীর নিয়ে খেলার দৃশ্য দেখতে পাবে অথবা প্যান্টের বা অন্যান্যদের থেকে প্রাপ্ত ঘর্ষনের ফলে তোমার লিঙ্গটি---- হতে পারে তাই জাঙ্গিয়া ব্যবহার কর। এই সকল শিক্ষার ক্ষেত্রে ছেলেটি যদি তার মেয়ে বন্ধুর কাছে দেহ দেখতে চায় বা এর এই খেলার কার্যকারিতই বা কি, শিহরণ কেমন, ইত্যাদি বিষয়গুলো জানতে চায় সে সবদিক গুলো কিভাবে সমাধান করা হবে। আবার ঘরে মা বোনদের গর্ভবর্তী হওয়া নিয়েও তো এদের শিক্ষা দিতে হবে। সে ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটাই বা কিরূপ হবে। ছোট বাচ্চাটিকে কি তার মা বলে দিবেন- বাবা তোমার বাবাব এই ভাবে এই কাজের জন্য আমার পেটে আরেকটি বাবু আছে যা এই দিক দিয়ে পৃথিবীর আলো দেখবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget