পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

পেলভিক ইনফামেটরী ডিজিজ


এই জাতীয় যৌন সংক্রামক রোগে নারীদর ভুগতে দেখা যায় বেশি। সাধারণত এই জাতীয় রোগীর ক্ষেত্রে যে উপসর্গগুলো দেখা যায় তা হলো–
জ্বর।
পায়ে ব্যথা।
দীর্ঘ সময় ধরে যোনি থেকে রক্তপাত।
শরীরর রোগ প্রতিরোধ মতা কমে যাওয়া।
অন্যান্য ইফেকশন বেড়ে যাওয়া ইত্যাদি।
চিকিৎসা-
এই রোগের প্রধান চিকিৎসা হলো বিশ্রাম নেয়া। এন্টিবায়োটিক সেবন এবং রোগ সেরে উঠা না পর্যন্ত যৌনমিলন থেকে বিরত থাকা।
নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget