পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

নারীর একান্ত সমস্যা


@@@ এন্ডোমেট্রিওসিস নামক স্ত্রীরোগ থাকলে (পিরিয়ডের আগে পরে প্রচন্ড পেতে ব্যাথা ও হেভি ব্লিডিং) অনেক সময় রেক্টো-ভ্যাজাইনাল পলিপ হতে পারে । তাতে সহবাসের সময় প্রচন্ড ব্যাথা যন্ত্রনা করে। স্বাভাবিক দাম্পত্যজীবন যাপন দুরহ হয়ে ওঠে।এ ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পলিপ বের করে সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। 


@@@ সন্তান কাঙ্ক্ষী দম্পতিদের জেনে রাখা ভাল, ঋতুচক্র শুরুর দিনকে এক ধরে, পরবর্তী ১০ থেকে ১৮ দিন দিনের মধ্যে নিয়ম করে একদিন অন্তর একদিন মিলিত হলে সন্তান ধারনের আশা থাকে। 


@@@ ঋতুচক্র চলাকালীন সহবাস মানা, কেননা এ সময় সহবাস করলে সংক্রমন সহ নানান সমস্যার সম্ভবনা থাকে প্রতি পদে। আর ইসলাম ধর্মে একদম নিষেধ। 

@@@ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নারীর ঋতুচক্র বরাবরের জন্য থেমে যাওয়া হল মেনোপজ- সে কথা সকলেরই জানা। তবে মেনোপজ মানেই কিন্তু যৌন জীবন শেষ হয়ে যাওয়া নয়, এর জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তো আছেই। মেনোপজ এর কারনে জরায়ুমুখ শুকনো হয়ে যাওয়ায় সহবাসের সময় খুব ব্যাথা লাগে , তবে এই কষ্ট দূর করার জন্য ইভালন বা প্রিমারিন জাতীয় ইস্ট্রোজেন ক্রিম ব্যবহার করলে সমস্যা চলে যায়। 

কৃতজ্ঞতা:ফাইজুল হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget