পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।

শুক্রবার, ২৪ জুন, ২০১১

ফ্যামিলি লাইফ এডুকেশন -১

আধো বোল ছেড়ে কথা বলতে শুরু করতে না করতেই আপনার বাচ্চা দুম করে জানতে চাইতে পারে, 'মা, আমি কিভাবে হলাম?' কি উত্তর দেবেন আপনি ? হয়তো আপনার বাচ্চা বড় হয়ে পা দিয়েছে বয়:সব্ধিতে । ওকে খুব অচেনা লাগছে আজকাল। এড়িয়ে চলছে আপনাকে। রেগে যাচ্ছেন ওর কিছু আচরনে । আপনার হাত-পা বাধা। কিছুই করার নেই আপনার? হয়তো ক্লাস নাইনের মেয়ে জানতে চাইছে একান্তে, 'মাসিক /মিন্স ব্যাপারটা আসলে কি? কেন এমন হয়? কি বলবেন? হয়তো মানসিক ভাবে ম্যাচিওরড হওয়ার আগেই শরিরে খুব বাড়ছে আপনার মেয়ে। খুব ভয় করছে আপনার। কখন কি বিপদ ঘটে যায়।চুপ করে থাকবেন? নাকি কিভাবে ব্যাপারটা বলা যায় ওকে ভাবতে ভাবতেই কাটিয়ে দেবেন সময়? বিয়ে ঠিক হয়েছে মেয়ের। বিয়ের ঠিক আগে ও জানতে চাইছে 'সেফ পিরিয়ড' কোনটা? এড়িয়ে যাবেন? লজ্জা পেয়ে সরে যাবেন? নাকি নিজেকে দুষবেন নিজেই ব্যাপারটা জানেন না বলে? 

না, আপনাকে ওস্বস্তিতে ফেলতে চাইছি না ।শুধু জিবনের একান্ত জরুরি এক বিশেষ শিক্ষা সম্পরকে আপনাকে সচেতন করে তোলার উদ্দেশ্য নিয়েই এই লেখা। জরুরি ব্যাপারটা হল 'সেক্স এডুকেশন' বাংলায় সায়েন্স ভিত্তিক যৌন শিক্ষা। এই শিক্ষার সব চাইতে সুন্দর নাম হতে পারে "ফ্যামিলি লাইফ এডুকেশন" বাংলায় "পারিবারিক জিবনের শিক্ষা"। কি ভাবছেন? এসব আবার কেনো? ভয় পাবেন না, বাজারি সেক্স ম্যানুয়াল পড়তে বলা হচ্ছেনা আপনাকে। শুধু মাত্র জেনে বুঝে নিতে বলা হচ্ছে জিবনের এক গুরুত্বপুবনো বিষয় সেক্সকে ।
এর বিকল্প নেই । সেক্স নিয়ে আজও আমাদের সমাজে যে ব্যাপক শুচি বাতিকগ্রস্ততা, তা আসলে ভাবের ঘরে চুরি, এক ধরনের চরম ভন্ডামি। জিবনের জরুরি একটা বিষয়কে "নিষিদ্ধ আপেল" বানিয়ে রেখে যতই বালিতে মুখ গুজে থাকি আমরা, আজকের সময় তার নিজের মতো করে উশুল করে নিচ্ছে এই না-জানা-না-বোঝার দাম, সুদে মুলে।বাড়ছে বিয়ের আগে এ্যাবরসন আর এর নানা জটিলতা।সিফিলিস,গনোরিয়ার পাশাপাশি এইডস এর রোগিও বাড়ছে আপনার- আমার দেশেও।চারপাশে লাফদিয়ে বাড়ছে সেক্সুয়াল হ্যারাসমেব্ট - এর ঘটনা। এমন একটা বিপন্ন সময়ে "সেক্স এডুকেশন" এর কোন বিকল্প নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget